জেলা প্রশাসক কার্যালয়, টাঙ্গাইল।
ত্রাণ ও পুনর্বাসন শাখা
(CITIZEN CHARTER)
কর্মসূচি |
বিষয় |
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি |
গ্রামীণ রাস্তা, বাঁধ, নির্মাণ/পুনঃ নির্মাণ,পুকুর/খাল পুনঃ খনন, জলবদ্ধতা দুরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুনঃখনন, বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরা, মাটির কিল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, উপাসনালয়, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, হাট বাজার, ইউনিয়ন পরিষদ ভবনসহ জনসমাগম হয় এমন প্রতিষ্ঠান/স্থানে ও দু:স্থ পরিবার পর্যায়ে সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট স্থাপন এবং পুল/সেতু নির্মাণ করা হয়। শ্রমজীবী লোকদের কর্মসংস্থান সৃষ্টি করা কর্মসূচির মূল উদ্দেশ্য। |
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি |
গ্রামীণ ছোট ছোট রাস্তা, বাঁধ মেরামত, নালা নর্দমা খনন/পুনঃখনন, বৃক্ষরোপন ও বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার/মেরামত, গ্রামীণ যাতায়ত ব্যবস্থা সুবিধার্থে বাঁশ/কাঠের সাঁকো ও ছোট ছোট আরসিসি পাইপ কালভার্ট নির্মাণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের আঙ্গিনা ও মাঠে মাটি ভরা, মাটির কিল্লা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, উপাসনালয়, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, হাট বাজার, ইউনিয়ন পরিষদ ভবনসহ জনসমাগম হয় এমন প্রতিষ্ঠান/স্থানে ও দু:স্থ পরিবার পর্যায়ে সোলার প্যানেল ও বায়োগ্যাস প্লান্ট স্থাপন। শ্রমজীবী লোকদের কর্মসংস্থান সৃষ্টি করা কর্মসূচির মূল উদ্দেশ্য। |
গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচি ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচি |
গরীব ও দুস্থদের পুনর্বাসনের নিমিত্ত দুর্যোগ সহনীয় বাস গৃহনির্মাণ। |
অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি |
অতিদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে নদীভাঙ্গন, চরাঞ্চল, বন্যা, হাওর-বাওর, উপকূলবর্তী ও মঙ্গাপীড়িত এলাকায় মৌসুমী দরিদ্রদের কর্মহীন অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও তাদের ক্ষয়ক্ষমতা বৃদ্ধি, সার্বিকভাবে তাদের জন্য সম্পদ সৃষ্টি এবং গ্রামীণ এলাকায় ক্ষুদ্র পরিসরে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়ন ,তা যথাযথভাবে রক্ষণাবেক্ষণ ও পরিবেশ উন্নয়ন করা কর্মসূচির মূল উদ্দেশ্য। (১)খাল খনন/পুন:খনন(২) বাঁধ নির্মাণ/পুন:নির্মাণ নির্মাণ(৩) রাস্তা নির্মাণ/পুন:নির্মাণ। (৪) জলাবদ্ধতা দুরীকরণের জন্য নালা ও সেচনালা খনন/পুন:খনন। (৫) বিভিন্ন জনকল্লাণমূলক শিক্ষা প্রতিষ্ঠান,কবরস্থান,ঈদগাহ.শ্মশান আংগিনায় মাটি ভরাট। (৬) ঘূনিঝড় ও জলোচ্ছ্বাসের কবল থেকে গবাদিপশু রক্ষার্থে ঘূর্নিঝগ আশ্রয় কেন্দ্রের পাশে মাটির কিল্লা নির্মাণ/পুন:নির্মাণ, সরকারী মজা পুকুর/মৎস খামারের পুকুর খনন (সরকারী/সমবায় ভিত্তিক খামার)।(৭) বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের বসতভিটা উচু করণ। |
পুল-সেতু নির্মাণ প্রকল্প। |
১৯৮২-৯৩ আর্থিক বছর হতে সুষ্ঠু যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের নিমিত্ত গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় নির্মিত রাস্তা/বাঁধসমূহে সেতু/কালভার্ট নির্মাণ করা হচ্ছে। |
হেরিং বোন বন্ড প্রকল্প |
সুষ্ঠু যোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের নিমিত্ত গ্রামীণ মাটির রাস্তা ইটের সলিং বা হেরিং বোন বন্ড প্রকল্প বাস্তবায়ন। |
আশ্রয় কেন্দ্র নির্মাণ |
বন্যা, নদী ভাঙ্গন ও ঘূর্ণিঝড়ের ছোবল থেকে জান মাল রক্ষার্থে বহুতল বিশিষ্ট আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। |
আশ্রয়ণ প্রকল্প ( মাটির কাজ ) |
দরিদ্র ভূমিহীনদের আশ্রয় প্রদানের নিমিত্ত নির্মানাধীন প্রকল্পের মাটির কাজ। |
মুজিবকিল্লা নির্মাণ |
বন্যা, নদী ভাঙ্গন ও ঘূর্ণিঝড়ের ছোবল থেকে জান মাল রক্ষার্থে মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে। |
মানবিক সহায়তা কর্মসূচি
জিআর চাল |
বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি, বন্যা, নদীভাঙ্গন, খরা, অগ্নিকান্ড, কালবৈশাখী -ঘুর্ণিঝড়, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, পাহাড় ধ্বস, দুর্ঘটনা ইত্যাদি ক্ষতিগ্রস্ত দু:স্থ পরিবারদের মধ্যে আপতকালী খাদ্য চাহিদা মিটানো ও বিভিন্ন ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও ক্ষতিগ্রস্ত বাড়ী ঘর মেরামত/পুন: নির্মাণ করার জন্য গৃহনির্মাণ মঞ্জুরি হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। |
জিআর ক্যাশ |
|
শীত বস্ত্র (কম্বল) |
|
গৃহনির্মাণ মঞ্জুরি (নগদ অর্থ) |
|
ঢেউটিন |
|
ভিজিএফ কর্মসূচি |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস